ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

উড়ছে মানুষি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২২:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ২২:৫৫

২০১৭ সালে বিশ্বসুন্দরী খেতাব জয় করেছিলেন মানুষি। তাঁর বলিউড অভিষেকটাও ছিল রাজকীয়। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ঐতিহাসিক ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ।

সেগুলোর মধ্যে ভারতীয় বিমানসেনার সত্য ঘটনার আধারে নির্মীয়মাণ একটি ছবিতে একজন রাডার অফিসারের চরিত্রে অভিনয় করছেন সাবেক এই বিশ্বসুন্দরী। অ্যাকশনধর্মী এই ছবির মূল চরিত্রে আছেন তেলেগু তারকা বরুণ তেজ। ছবিতে তিনি ভারতের বিমানবাহিনীর বিমানচালকের ভূমিকায় আসতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সম্প্রতি এই নতুন ছবির কথা ঘোষণা করেছে সনি পিকচার্স। আর মানুষিকে তেলেগু ছবির দুনিয়ায় স্বাগত জানিয়েছে। শুধু তেলেগুতে নয়, ছবিটি হিন্দিতেও মুক্তি পাবে। শক্তি প্রতাপ সিং পরিচালিত ছবিটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি, আপাতত ‘ভিটিথার্টিন’ রাখা হয়েছে।
ভিটিথার্টিন’-এর মতো ছবির অংশ হতে পেরে মানুষি নিজেও দারুণ খুশি। এই ছবি তাঁর সামনে দক্ষিণি ছবির দরজা খুলে দিয়েছে। মানুষি জানান যে এই অ্যাকশনধর্মী ছবির জন্য তাঁকে অনেক কসরত করতে হবে। তিনি প্রস্তুতও। মানুষি তাঁর নতুন ছবির প্রসঙ্গে বলেছেন, ‘এমন এক অ্যাকশনধর্মী ছবির অংশ হতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত। আর সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনস এবং রেনেসাঁস পিকচার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ লাগছে!’



আপনার মূল্যবান মতামত দিন: