ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হেরা ফেরি ৩’-এ চমক সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৭:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৭:৩৫

হেরা ফেরি’ ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ! অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’তে নাম লেখালেন সঞ্জয় দত্ত। অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের সাথে যোগ দিচ্ছেন।

সব ধরনের জটিলতা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে অক্ষয় কুমার ‘হেরা ফেরি ৩’-এর শুটিংয়ে অংশগ্রহণ করেন। এবার ভক্তদের জন্য নতুন চমক হয়ে হাজির হলেন বলিউডের সঞ্জু বাবা। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘হেরা ফেরি ৩’-এ সঞ্জয় ছাড়াও নতুন অভিনেতা হিসেবে যোগ দিচ্ছেন কার্তিক আরিয়ান। 

একটি সংবাদ সম্মেলনে সঞ্জয় ‘হেরা ফেরি’র প্রসঙ্গে বলেছেন, ‘হ্যাঁ, আমি সিনেমাটি করছি। পুরো দলের সাথে শুটিং করা দারুণ ব্যাপার হবে। এটি একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি এবং আমি এর অংশ হতে পেরে খুব খুশি। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের সাথে একত্র হওয়াটা দুর্দান্ত ব্যাপার।’ মুম্বাইয়ের একটি দোকান উদ্বোধনের সময় এ কথা বলেন সঞ্জয় দত্ত।



আপনার মূল্যবান মতামত দিন: