ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সিটাডেল’-এ কাজ করে গর্বিত প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৪:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৪:৩৯

বলিউডে এত বছর কাজ করার পর হঠাৎ একটি বহুভাষিক প্রকল্পে কাজ করা প্রিয়াঙ্কা চোপড়ার কাছেও আলাদা রকম অভিজ্ঞতা। ইউনিসেফের কর্মী তিনি, থাকেন আমেরিকায়, তবু অভিনয় জীবনে এমন ঘটনা নতুন।

‘মার্ভেল’ খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করছেন ‘সিটাডেল’ সিরিজে। যার ঘোষণা হয়েছিল বহু আগে।
অবশেষে প্রতীক্ষার অবসান। সদ্য মুক্তি পেল সিরিজের ট্রেলার।
সেখানে ফুটে উঠেছে স্বাধীন স্পাই বিশ্বের ঝলক। নাদিয়া চরিত্রে প্রিয়াঙ্কা, যে নিজেও স্পাই বা গুপ্তচর।
টান টান থ্রিলার! এক ঝলক দেখেই প্রিয়াঙ্কায় মজেছেন অনুরাগীরা। কিন্তু অভিনেত্রী নিজে এর আগে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি। এই প্রথম একরাশ উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। বললেন, “অনেক ভাষা, অনেক জাতির মিশ্রণে এমন এক কাজের অংশ হয়ে আমার রোমাঞ্চ জাগছে।



আপনার মূল্যবান মতামত দিন: