ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূসের পক্ষে ৪০ জন বিদেশি নাগরিকের বিজ্ঞাপনের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ০১:৫১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ০১:৫১

নিজস্ব প্রতিবেদক :

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইউনূসের ‘ভালো থাকা নিয়ে উদ্বেগ’ জানানো ৪০ জন বিদেশি নাগরিকের বক্তব্যকে বাস্তবতাবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের ৫০ জন বুদ্ধিজীবী।

আজ শনিবার (১১মার্চ) বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক স্বাক্ষিরিত এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, জাতীয় সংসদের আগামী নির্বাচনের এক বছরের কম সময় বাকি থাকতে হঠাৎ করেই আলোচ্য ৪০ জন  বিদেশি নাগরিকের ড. মোহাম্মদ ইউনূসের ‘মহান’ অবদানকে সমর্থন ও স্বীকৃতি দানের আহ্বানের নেপথ্যে বিশেষ  কোনো উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগেও দেখা গেছে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুপরিকল্পিতভাবে এই ব্যক্তিটিসহ একটি স্বার্থান্বেষী মহল পদ্মা সেতু প্রকল্পে কল্পিত দুর্নীতির অভিযোগ এনে বিদেশি ঋণ বাতিলে সক্রিয় ভূমিকা পালন করেছিল। তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ যাতে ক্ষমতাসীন হতে না পারে। কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হলেও ষড়যন্ত্র থেমে নেই বলেই মনে হচ্ছে।

বিবৃতিতে তাঁরা বলেন, ড. ইউনূসের ব্যক্তিগত নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণসহ অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা আছে বলে মনে হয় না। তিনি যদি ভালো কাজ করে থাকেন তা মূল্যায়ন করবে দেশের মানুষ। কিন্তু তাঁর ‘মহান’ অবদানকে সমর্থন ও স্বীকৃতিদানের জন্য ৪০ জন নাগরিকের আহ্বান জানানো এবং তা ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকার পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন আকারে প্রচারের বিষয়টি  বোধগম্য নয়। বিদেশি নাগরিকদের এ তৎপরতার নেপথ্যে সরকারের ওপর প্রচ্ছন্ন চাপ ও বিশেষ ধরনের রাজনীতি রয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য সম্বলিত তৎপরতায় দেশের জনগণ  বিভ্রান্ত হবেন না বলেই আমরা বিশ্বাস করি।

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান বি মুন জাতিসংঘে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নশীল  দেশসমূহের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছিলেন। বিখ্যাত আন্তর্জাতিক ব্যক্তিত্বদের কাছ থেকে এ ধরনের প্রশংসাবাক্য আরো অনেক রয়েছে। কিন্তু আমাদের ধারণা অনেকেই ড. ইউনূসের দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের সাথে পুরোপুরি অবহিত নন বলেই এ ধরনের বিতর্কিত বিজ্ঞাপন ওয়াশিংটন পোস্টের ন্যায় একটি পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: