
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা শেষ হচ্ছে আজ। ফলে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে আগের নিয়মে ক্লাস-পরীক্ষা চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাবি উপাচার্য।
এ সময় উপাচার্য বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস - পরীক্ষা শুরু হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: