
ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বুরিয়াতিয়া অঞ্চলে একটি বিমান কারখানায় শ্রমিকদের উদ্দেশে পুতিন এ কথা বলেন।
পুতিন বলেন, আমাদের জন্য এটি ভূ-রাজনীতিক কাজ নয়, কিন্তু এটি রাষ্ট্র হিসেবে রাশিয়ার টিকে থাকার লড়াই। যাতে করে দেশ ও আমাদের শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের পরিস্থিতি সৃষ্টি করা যায়।
পুতিন আরও বলেন, এটা সত্যি হয়নি। বরং এটাই প্রমাণিত হয়েছে, অনেক পশ্চিমা দেশের তুলনায় রাশিয়ার স্থিতিশীলতার ভিত্তি অনেক শক্তিশালী।
আপনার মূল্যবান মতামত দিন: