-2023-03-24-15-52-35.jpg)
ব্রাজিলের শহর রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশে দাবি করেছে , নিহতের সবাই সন্দেহভাজন অপরাধী। সূত্র: রয়টার্স
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে । ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: