-2023-03-24-23-03-31.jpg)
সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলায় চালায় । এতে নিহত হয়েছেন ১১ জন। সূত্র: আলজাজিরার
যুক্তরাষ্ট্রে দাবি করেছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে। হামলায় সেই গোষ্ঠীর ১১ জন সদস্য নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ঐ গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে ইরানপন্থী ঐ গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। সেই হামলায় যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার নিহত এবং পাঁচ মার্কিন সেনা আহত হয়। তার পাল্টা জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: