ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ত্র ও গোলাবারুদ না থাকায় আক্রমণে যেতে পারছে না ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০৫:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ০৫:০৪

ইউক্রেনের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ না থাকায় রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানো নিয়ে এখন শঙ্কায় আছে কিয়েভ। এ জন্য পশ্চিমা অস্ত্র না পেলে কিয়েভ পাল্টা হামলা চালাবে না।

জেলেনস্কি বলেন, মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুড়ছে। এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরি ভিত্তিতে আরও গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া যুদ্ধবিমান দেওয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে। জেলেনস্কি আরও বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই।



আপনার মূল্যবান মতামত দিন: