ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে তুর্কি প্রেসিডেন্টর বিশেষ ইফতার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ২৩:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ২৩:২২

তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে বিশেষ ইফতারে  অংশ নিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার দেশটির ঐতিহাসিক শহর ইস্তান্বুলে  এ বিশেষ ইফতারের আয়োজন করা হয়।

 ইফতার পার্টিতে এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চল পুনর্গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো— ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা। ক্ষতিগ্রস্তদের চাহিদা মেটাতে আগামী দিনে পর্যাপ্ত ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে প্রথম বছরে ৩ লাখ ১৯ হাজার এবং সর্বমোট ৬ লাখ ৫০ হাজার বাড়ি তৈরি করা হবে।

গত মাসের শক্তিশালী ভূমিকম্পে দেশটির ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

 
 
 
 


আপনার মূল্যবান মতামত দিন: