ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নকল ওষুধ তৈরি করায় ভারতে ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ২০:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ২০:৪৩

ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে বাতিল করা হয়েছে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স । ভারতের ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ঝটিকা অভিযান চলায়। এর পর এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।

 উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর শিশুমৃত্যুর খবরের পর নড়েচড়ে বসেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। এরপর ভারতে ওষুধ তৈরির প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হচ্ছে। 

এক প্রতিবেদনে জানা যায়, এর পাশাপাশি হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 



আপনার মূল্যবান মতামত দিন: