odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে অধিকারপত্র ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকের শোক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ April ২০২৩ ০৭:৩০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ April ২০২৩ ০৭:৩০

প্রধান প্রতিবেদক:

স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন অধিকারপত্র ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।

তিনি বলেন,ডা.জাফরুল্লাহ চৌধুরী অসীম সাহসে সাদাকে সাদা বলতেন। ভয়-ভীতি উপেক্ষা করে সত্যের পথে অবিচল ছিলেন। তার মৃত্যুতে জাতি দেশ প্রেমিক এক অভিভাবক হারাল। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা কখনো পূরণ হবার নয়। 

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালের সংবাদে শোকাহত অধিকারপত্র ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: