ঢাকা | ১৪ ডিসেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যকে ঘিরে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে সমর্থকদের আহ্বান জানাতে সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া আপত্তি জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতা—বিশেষ করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, সন্ত্রাসী পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ—ভারতীয় হাইকমিশনারের দৃষ্টিতে আনা হয়।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যেতে পারে—এ আশঙ্কায় তাদের আটক ও প্রত্যর্পণে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশের পাশে দাঁড়ানো ভারতের দায়িত্ব।
জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতায় তার দেশ প্রস্তুত।
বাংলাদেশ নির্বাচন ২০২৫ পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা প্রত্যর্পণ নির্বাচন বানচালের অভিযোগ বাংলাদেশ ভারত সম্পর্ক ভারতীয় হাইকমিশনার তলব হাসিনার বক্তব্য

আপনার মূল্যবান মতামত দিন: