ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩ ০৭:৪৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩ ০৭:৪৮

প্রধান প্রতিবেদক:

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যোগ দেওয়ার কথা জানায় আইএসপিআর। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: