odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৭:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৭:০০

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার রেল চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনা‌ ঘ‌টে। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: