odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
মশালমিছিল করে আটক ১: নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচিশরীয়তপুর জেলায় মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ।

তফসিল বাতিলের দাবিতে আওয়ামী লীগের মশালমিছিল: শরীয়তপুরের জাজিরায় ১ জন আটক, ৬৪ মশাল উদ্ধার। ফেসবুক পোস্টে সরব নেতা-কর্মীরা

odhikarpatra | প্রকাশিত: ১২ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১২ December ২০২৫ ২৩:৫৯

অধিকার পত্র ডটকম :

নির্বাচনে আওয়ামী লীগের মশালমিছিল: শরীয়তপুরে একজন আটক, উদ্ধার ৬৪ মশাল!

তফসিল বাতিলের দাবিতে আওয়ামী লীগের মশালমিছিল: শরীয়তপুরের জাজিরায় ১ জন আটক, ৬৪ মশাল উদ্ধার। ফেসবুক পোস্টে সরব নেতা-কর্মীরা।


 অধিকারপত্র ডটকম 
মশালমিছিল করে আটক ১: নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচি
শরীয়তপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুর জেলায় মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার (ডিসেম্বর ১১, ২০২৫) রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ এবং ঘটনাস্থল থেকে ৬৪টি মশাল উদ্ধার করা হয়েছে।
কার্যক্রম ও পুলিশের পদক্ষেপ:
জাজিরা থানা সূত্রে জানা যায়, রাত আটটার দিকে জাজিরার মিরাশা এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা মশালমিছিলে অংশ নেন। জানা গেছে, প্রায় দুই শতাধিক মানুষ মশাল হাতে নিয়ে নির্বাচনের তফসিলকে অবৈধ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
জাজিরা থানার পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে একজনকে আটক করে এবং ৬৪টি মশাল উদ্ধার করে।


এছাড়া, একই রাতে সদর উপজেলার কোনো এক এলাকায় আওয়ামী লীগের আরও কিছু নেতা-কর্মীর মশাল নিয়ে মিছিল করার খবর পেয়েছে পুলিশ, যদিও সদরের ঠিক কোন জায়গায় এই মিছিলটি হয়েছে, সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে কর্মসূচি প্রচার:
বৃহস্পতিবার রাতের এই দুটি মশালমিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ, এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজগুলোতে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মশাল হাতে নেওয়া নেতা-কর্মীরা তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এ সময় মিছিলকারীদের অনেকের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।
আটককৃত ব্যক্তির বিষয়ে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: