ঢাকা | শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ঋণ খেলাপির জন্য কিছু ব্যাংক দায়ী: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৭ ১৮:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৭ ১৮:০৮

অর্থমন্ত্রী মনে করেন, কিছু ব্যাংকের তার গ্রাহককে ঋণ দেওয়ার দিন থেকে ঋণ খেলাপিতে পরিণত করার প্রবণতা আছে। তারা মনে করে- গ্রাহককে ঋন খেলাপি করা গেলে, তাদের উপর (প্রতিষ্ঠান) ব্যাংকের আধিপত্য বাড়বে বা ওই গ্রাহকরা ব্যাংকগুলোর অধীনে থাকবে।

ঋণ খেলাপি তৈরিতে কিছু ব্যাংকই দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ব্যাংকিং বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: