ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সমুদ্রবন্দর থেকে উঠানো হল সব ধরনের সংকেত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৩ ১৯:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩ ১৯:১৮

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সোমবার (১৫ মে) সকালে দেওয়া আবহাওয়ার সর্বশেষ বার্তায় এ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে যায়। এরপর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: