
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সুমন ঢালী ওরফে ডাকু সুমন (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুর হয়েছে। গতকাল শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। সুমন ঢালী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী থানার শেরদাবাদ এলাকার মৃত কাদির ঢালীর ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কেরানীগঞ্জ থানায় সুমন ঢালীর নামে মামলা রুজু ছিল।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন
আপনার মূল্যবান মতামত দিন: