
কিশোরী শ্যালিকাকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার পর থেকে ওই আসামি জাতীয় পরিচয়পত্রের নাম-ঠিকানা বদলে (ছদ্মবেশে) ২০ বছর আত্মগোপনে ছিলেন বলেও র্যাব জানিয়েছে।
গতকাল বুধবার তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব ১৪-এর সিনিয়র এএসপি সবুজ রানা।
সাজাপ্রাপ্ত আসামির নাম আ. হামিদ (৪০)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাড়েঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
আপনার মূল্যবান মতামত দিন: