ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আটপাড়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ২ জুন ২০২৩ ২৩:০৫

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২ জুন ২০২৩ ২৩:০৫

নেত্রকোনার আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় সাউদা মণি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাসহ চালককে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাউদা মণি উপজেলার দৌলতপুর গ্রামের সুলতু মিয়ার মেয়ে। অটোরিকশাচালক সাব্বির মিয়ার (১৯) বাড়ি জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামে। সাব্বির স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

দৌলতপুর গ্রামের প্রত্যক্ষদর্শী নন্দন মিয়া ও আলীম উদ্দিন জানান, আজ বিকেলে বাড়ির সামনে সড়কের পাশ দিয়ে হাঁটছিল সাউদা। এ সময় পেছন থেকে উল্টো পথে এসে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে সাউদা মারা যায়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, অটোরিকশাসহ চালক সাব্বিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: