
আরিফ হোসেন হারিছ :
ডিজিটাল বংলাদেশ গড়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প শীর্ষক (২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্যকেদ্রের বাস্তবায়নে রবিবার ১১জুন বিকাল ৪ টার দিকে রাজদিয়া আবদুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম এর সভাপতিত্বে ছাত্রীদের সাথে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ, যৌতুকপ্রথা, ইভটিজিং, তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার, সরকারের আইনের সহায়তা প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম সোহরাব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদিয়া আবদুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাসউদুর রহমান।আরো উপস্থিত ছিলেন গার্ল গাইড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিনিয়া সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: