ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ২২:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ২২:৫৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মধ্যরাতে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এর আগে ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন হাসপাতালে ভর্তি থেকে ৪ মে বাসভবনে ফেরেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: