ঢাকা | বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আরজু গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২২:৪১

odhikarpatra
প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২২:৪১

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে থেকে স্থানীয় জনতা তাকে ধরে পাহাড়তলী থানা পুলিশের কাছে তুলে দেয়।

আরজু সিকদার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বাসসকে জানান, গভীর রাতে আরজুকে স্থানীয় জনতা আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। তার নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 
আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে সোর্পদ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: