ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঢাকাস্থ মোহনগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ১৪:৪২

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ১৪:৪২

সবুজেই সুখ, সবুজেই হাসি, সবুজেই সাজুক বিশ্ববাসী’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ মোহনগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।

মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পাইলট স্কুল প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরবর্তীতে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পরিবেশ বান্ধব ১০০টি ফলজ, বনজ এবং ঔষধী গাছের চাড়া রোপণ করা হয়। 

বৃক্ষ রোপণের বিষয়ে সংগঠনের বর্তমান সভাপতি সাব্বির আল হাসান বলেন, "আমাদের সবার উচিৎ বৃক্ষরোপন করা। যতবেশি গাছ লাগাবো ততই আমাদের জন্য বা সমাজের জন্য উপকার। প্রকৃতিকে যদি নিজের আয়ত্বে আনতে হয় তবে বৃক্ষরোপণের বিকল্প কোন পথ আমাদের সামনে নাই।"

বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পর্কে সংগঠনের সাধারণ মোস্তাকিম হোসেন বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তা রুখতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। উচ্চ তাপমাত্রার কারণে যেভাবে কার্বন ডাই অক্সাইড বাড়ছে ঠিক সমপরিমাণ অক্সিজেন কমছে। পরিবেশের এই ভারসাম্য রক্ষা করতে সবাইকে গাছ লাগাতে হবে। এখন যারা গাছ লাগাচ্ছে তারা তো বটেই পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে।"



আপনার মূল্যবান মতামত দিন: