ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বারহাট্টায় খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

বারহাট্টা প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ১৬:০২

বারহাট্টা প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ২৮ জুন ২০২৩ ১৬:০২

নেত্রকোনার বারহাট্টায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

গত সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বৃকালিকা সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন নেত্রকোনা সদরের ছোট কাইলাটি গ্রামের দুলু মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (৩০), আ. হেকিমের ছেলে মো. ফুল মিয়া (৪০), মৃত জাহির উল্লাহর ছেলে মো. সুমন মিয়া (৩৮), মৃত আমজাদ আলীর ছেলে মো. আহম্মদ আলী (৩৪), কাইলাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বি (২৩) ও শহরের কুরপাড় এলাকার মো. লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন ওরফে বাবু(১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা-আটপাড়া সড়কের বৃকালিকা সেতুর ওপর কয়েকজন ডাকাত ডাকাতির  প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদে  বারহাট্টা থানার পুলিশ রাত পৌনে তিনটার দিকে অভিযান চালায়। পুলিশ ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে তাদের আটক করা হয়। এ সময় তাদের  কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র, চাক, বেশ কয়েক টুকরো দড়ি, নেট, এবং নগদ ২ হাজার ৭শ ৪০  টাকা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও তাদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

ওসি খোকন কুমার সাহা জানান, এরা ঈদে ঘরমুখী মানুষদের গাড়ি আটকে টাকা পয়সা ও জিনিসপত্র লুটের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে তাদের অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: