ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গলাচিপার গোলখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২৯ জুন ২০২৩ ০৫:২২

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০২৩ ০৫:২২

পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। উপজেলার গোলখালী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার ৪ হাজার ৮ শত ৮৫ জন অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ওই চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক আবু কাসেম মিয়া, সহ-সাধারণ সম্পাদক নূর আলম জিকু, সহ-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. দুলাল প্যাদা, ট্যাক অফিসার, ইউনিয়ন সচিব রমিজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মো. নাসির উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য ও সকল ইউপি সদস্যবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: