
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০-এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩-এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে ৩২টি হত্যাকাণ্ড ঘটল।
আপনার মূল্যবান মতামত দিন: