ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নৌকার প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে: আরাফাত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০০:০৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০০:০৪

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। নৌকা মার্কার কোনও প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ আছে। বিএনপি-জামায়াত এবং তাদের দোসর দেশবিরোধী, স্বাধীনতাবিরোধীরাই মূলত আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ।

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর মাস্টারটেক ও পশ্চিম মানিকদী এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে মোহাম্মদ এ আরাফাত বলেন,‌ আমি ঢাকা ১৭ আসনের আওতাধীন সব এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তাদের প্রত্যাশার কথা শুনছি। আমাদের সব সমস্যার সমাধান ধীরে ধীরে করতে হবে। তিনি আরও বলেন, পশ্চিম মানিকদী ও মাস্টারটেক এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে এবং রাস্তাগুলো অনেক গিঞ্জি। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না।

স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে আরাফাত বলেন, তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট-বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।

বিএনপি-জামায়াত দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চায় মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেবো।



আপনার মূল্যবান মতামত দিন: