ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় গলাচিপায় কিশোরের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০১:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০১:৪৩

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ৩০ গলাচিপার হরিদেবপুর টু পটুয়াখালী সড়ক এ সুহরি ব্রিজের নিচে তালতলা নামক স্থান ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় রায়হান নামের এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোটরসাইকেল ড্রাইভার ও অন্য আরেক আরোহী মারাত্মক আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপার হরিদেবপুর টু পটুয়াখালী সড়কে যাত্রীবাহী ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিল। উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা বাসস্টপ এর ব্রিজের কাছে উল্টোদিক থেকে আসা অলিম্পিক কোম্পানির মালবাহী কভার পিকআপ যা বেকারি বিস্কিটসহ বিভিন্ন সরঞ্জাম বহনকারী একটা গাড়ি এবং পথ যাত্রীর মোটরসাইকেল কভার ভ্যান সংঘর্ষে ঘটনাস্থলে রায়হান ঢালী (১৩) নকমের এক কিশোরের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর যাত্রী ও ড্রাইভার দু'জন ঘটনা স্থলে মারাত্মক আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার নিচ্ছেন। 
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদদন্ত করার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিক আপ ড্রাইভার আব্দুর রহমান ও গাড়ি জব্দ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: