ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মুন্সিগঞ্জে উদ্বোধন হলো মুজিববর্ষ মুক্তমঞ্চ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ০৩:১৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ০৩:১৭

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে মুজিববর্ষ মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার কোটগাঁওসহ ইদ্রাকপুর কেল্লার ও বঙ্গবন্ধু মুরালের দক্ষিণ পাশে এই মুক্তমঞ্চের উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল।

এখানে প্রায় দেড় শতাধিক দর্শক একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মঞ্চের সামনে পাটাতনে সুদৃশ্য মনোরম কাচ ঘেরা অ্যাকুরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। এই মুক্ত মঞ্চের মাধ্যমে মুন্সীগঞ্জবাসী তাদের ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে বলে মনে করেন সর্বস্তরের জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সদর পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: