ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ১৮:৩৬

পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ১৮:৩৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে শ্যামগঞ্জ ইসবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার নামে আরও পাঁচটি মাদকের মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী শাহ সুলতান বাসে করে এক ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ইসবপুর এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মালামাল রাখার বক্সে কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এগুলো তার নিজের বলে স্বীকার করার পর কামরুলকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থেকে গাঁজাগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কামরুল।

এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: