ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি রিভলবার ও দুইরাউন্ড গুলি সহ গ্রেফতার এক

odhikarpatra | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ০০:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ০০:৫২

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মুক্তার নামক এক ব্যক্তিকে একটি রিভলবার ও দুইরাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের ধারা অব্যাহত রাখতে তারই অংশ হিসেবে আজ ১৫ ই জুলাই ভোর ৫ঃ১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকার চকচৌকিবাড়ী গ্রামের পাটকাঠি পোড়ানো ফ্যাক্টরী (কার্বন ফ্যাক্টরী) এর পাহারাদারের টিনের তৈরী শয়নকক্ষ থেকে পাহারাদার মুক্তার এর নিকট হইতে একটি লোহার তৈরী ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার কৃত অবৈধ আগ্নেয়াস্ত্রধারী হলেনঃ- পাবনা সদর থানার পয়দা গ্রামের মোঃ এসকেন আলীর ছেলে মোঃ মুক্তার (৫৫)। বর্তমানে মুক্তার এর বসবাস পাবনা জেলার আটঘরিয়া থানার চকচৌকিবাড়ী গ্রামে ।

অবৈধ আগ্নেয় অস্ত্রধারী মুক্তারের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা নং ০৫ তারিখ-১৫/০৭/২০২৩ ধারা- The Arms Act, 1878 Gi 19A/19(f) রজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: