ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভোলায় দুটি কূপ খনন করলে অন্তত একটিতে গ্যাস পাওয়া যায়:তোফায়েল আহমেদ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০১:৫০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০১:৫০

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ‘পৃথিবীর অন্য দেশে আটটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। আর ভোলায় দুটি কূপ খনন করলে অন্তত একটিতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। ভোলায় ব্যাপক গ্যাস আছে। এ গ্যাস শিল্প কলকারখানায় ব্যবহার করা যাবে।’

আজ রবিবার (১৬ জুলাই) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশালী দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, ভোলা-বরিশাল নৌরুটে ব্রিজ হবে। যার ফলে ভোলা থেকে ঢাকায় ৪/৫ ঘণ্টায় যাওয়া যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: