ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নির্বাচন কমিশন আইন ও সংবিধান লঙ্ঘন করেছে: এবি পার্টি

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:০৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:০৮

নিজস্ব প্রতিবেদক:

সব শর্ত পূরণ সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়ম-নীতি, আইন ও সংবিধান লঙ্ঘন করেছে’ বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। দলটি জানিয়েছে, তারা ইসির বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করবে। নির্বাচন কমিশন থেকে এবি পার্টির নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

তিনি বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়ার নামে এক বছরেরও বেশি সময় ধরে প্রহসনমূলক নাটক করে নির্বাচন কমিশন সবশেষে সরকারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী অশ্বডিম্ব প্রসব করেছে। সব শর্ত পূরণ সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়ম-নীতি, আইন ও সংবিধান লঙ্ঘন করেছে।’

সংবাদ ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন— এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এবি পার্টি নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের বিন্দুমাত্র নিরপেক্ষতা নেই। সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য গঠিত এই প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়।’

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হক, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয়, মহানগর ও যুবপার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন: