ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে লেবার পার্টির স্মারকলিপি

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:৫৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০২:৫৬

নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্র,মানবাধিকার লঙ্ঘন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ রবিবার (১৬ জুলাই) বিকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে লেবার পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দল এ স্মারকলিপি পৌঁছে দেয়।

এ সময় দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে জাতীয় বা স্থানীয় কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। একদলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন রাবার স্ট্যাম্পের ভূমিকা পালন করছে।’

প্রতিনিধি দলে ছিলেন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম ও মেজবাউল ইসলাম সজিব।



আপনার মূল্যবান মতামত দিন: