
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যাত্রীবাহী বাস ও লৌহজং উপজেলা সহকারী কমিশনারের ( এসিল্যান্ডের ) গাড়ির সাথে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আজ রবিবার (১৬জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টঙ্গিবাড়ী বাজারের বাদল মিজি স্প্যাসালাইজড হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি ইলিয়াস শিকদার ও তার ড্রাইভার আলামিন আহত হয়। আহত আলমিনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ ঘটনায় গাড়ি দুটির বিভিন্ন স্থানে থেতলে গেছে এবং রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুৎতের খুটি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শী কামরুল হাসান জানান, লৌহজং থেকে টঙ্গীবাড়ীর দিকে এসিল্যান্ড এর গাড়ি আসছিলো একই সময় টঙ্গিবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিলো। এ সময় বাদল মিজি হাসপাতালের সামনে গাড়ি দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
অপর প্রত্যক্ষদর্শী স্থাণীয় ব্যাবসায়ী মনির হালদার বলেন, টঙ্গিবাড়ী বাজার হতে বেপোরোয়াভাবে একটি বাস চালিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশের পল্লি বিদুৎতের খুটির সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার মধ্যে ঘুরে রাস্তা ব্লক করে ফেলে। এ সময় লৌহজং উপজেলার এ্যাসিল্যান্ড ওই রাস্তা দিয়ে টঙ্গিবাড়ী বাজারের দিকে যাওয়ার পথে বাসের সাথে তার গাড়ির ধাক্কা লাগে। তবে সে সময় বাসে কোন যাত্রী ছিলনা।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ঘটনার পর পুলিশ সেখানে পৌঁছায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক, ও তার সহকারি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে লৌহজং সহকারী কমিশনার ভূমি ইলিয়াস শিকদার বলেন, আমি তেমন ব্যাথা পাইনি। তবে আমার ড্রাইভার আলামিন আহত হয়েছে। হাসপাতাল হতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
আপনার মূল্যবান মতামত দিন: