ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শ্রীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনার নিমিত্তে যৌথ সভা অনুষ্ঠিত

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ ২১:৩৬

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ ২১:৩৬

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভুমিহীন 'ক' শ্রেনীর পরিবার পুনবার্সনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনার নিমিত্তে যৌথ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে এই যৌথ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক ব্যাক্তিবর্গ ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলার ১৪টি ইউনিয়নের অসহায়, অসচ্চল, গৃহহী, ভুহিহীন ১৫৬টি পরিবারকে ঘরসহ জমির দলিল ও ঘরের চাবি উপহারের মাধ্যমে শ্রীনগর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: