ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিকেলে রাজধানীতে আ.লীগের শান্তি শোভাযাত্রা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ১৮:০০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ১৮:০০

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে আজও শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। বিকেল ৩টায় তেজগাঁও সাতরাস্তার মোড়ের দিকে ঢাকা উত্তরের সকল ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হবেন। সেখান থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হবেন বলে ধারণা করছেন নেতারা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত থাকবেন।  



আপনার মূল্যবান মতামত দিন: