
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। দলটির এ যাত্রা আব্দুলাহপুর হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে লোকে লোকারণ্য ঢাকা মহানগরের সড়কগুলো।
আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত অসংখ্য বিএনপি নেতাকর্মীর উপস্থিতির কারণে ওই মহাসড়কও স্থবির হয়ে পড়েছে। এখানেও যানজট ও ভ্যাপসা গরমে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
সাধারণ যাত্রীরা বলছেন, পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগোচ্ছে, সেসব এলাকায় সিগন্যাল মোড়গুলাতে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আশপাশের সড়কগুলোতে। ফলে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: