ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আজ ঢাকায় শোক র‍্যালি করবে বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ১৪:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ১৪:৫৭

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচিতে হামলায় দলীয় এক কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোক র‌্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে।

বুধবার (১৯ জুলাই) বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘মঙ্গলবার দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যে সব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।’

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। ‘যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: