
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাঁসাড়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার হাঁসাড়া ইউনিয়নের জনকল্যাণ সমিতির মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়।
হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সোলায়মান খান এর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, খেলাটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,সাবেক হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মোঃ তোবারকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন মৃধা, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: