ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার শুভংকরের ফাঁকি: এলজিআরডি মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩ ০১:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩ ০১:০৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো অনেক রাস্তা পাকা হয়নি। সেখানে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশেও দারিদ্র্য আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে।

শনিবার কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা বিশ্বের মানুষ এটা সমর্থন করে না। বিএনপি ক্ষমতায় আসলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে নতুবা নয়। বিএনপি চায় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ।

তত্ত্বাবধায়ক সরকারকে শুভংকরের ফাঁকি মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, শুভংকরের ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষ খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: