
জাহিদুল ইসলাম, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজার মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলার অভিযোগ এনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।
আজ রবিবার(২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের ও অবস্হান কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে রেজিস্ট্রার বরাবর স্বাকরলিপি প্রদান করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা 'বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ, কুমিল্লা মেডিকেল কলেজের অবহেলার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,কুবি মেডিকেল সেন্টারের ডাক্তারদের অপসারণ, শাহ একলিমুর রেজার নামে সকল সুযোগ সুবিধা সম্বলিত মেডিকেল সেন্টার স্হাপন, বিশ্ববিদ্যালয়ে আবাসিক ডাক্তার নিয়োগ ও শাহ একলিমুর রেজার প্রাপ্য আর্থিক প্রনোদনা এক মাসের মধ্যে তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইমরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,'একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন চিকিৎসকদের অবহেলায় মারা যায় সেটা কখনো মেনে নেওয়ার না। আমাদের শিক্ষক যেদিন মারা যান, সেদিন আমাদের অন্যান্য শিক্ষকরা কেন তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেল যেখানে নন্যূতম চিকিৎসা সেবা নেই'।
তারা আরও বলেন, 'ঘটনার দিন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন ধরণের সহযোগিতা করেন নি। তাহলে আমাদের এই মেডিকেল সেন্টারের দরকার কি। আমরা এখানকার ডাক্তারদের অপসারণ চাই এবং একটি আধুনিক মেডিকেল সেন্টারের দাবি জানাচ্ছি'।
এবিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, 'আমি শিক্ষার্থীদের স্মারক লিপি হাতে পেয়েছে, এখন আমি কিছু বলতে পারতেছি না কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবো'। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমি একমত পোষণ করছি এবং মঙ্গলবার(২৫ জুলাই) উপাচার্য মহোদয় আসলে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারব।
উল্লেখ্য, গত ১৯ জুলাই (বুধবার) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।
আপনার মূল্যবান মতামত দিন: