ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোপাকুপিতে যুবক আহত

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ১৮:৪৯

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ১৮:৪৯

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলামিন নামে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

গত ৭মে বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর বালাশুর নতুনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আলামিকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মির্ডফোড হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে আলামিন বাদী হয়ে সাহেব আলীসহ কয়েকজনকে বিবাদীকে শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা করেন।

মামলা সুত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল বেলায় আলামিন নামে ঐ যুবক আড়িয়াল বিল থেকে কাজ শেষে নিজ বাড়ী ফের সময় ঘটনাস্থলে পৌছলে একই এলাকার মৃত বাদশা খাঁর ছেলে মামলাবাজ সাহেব আলী চা খাওয়া শেষে কাপটি দোকানে দিয়ে আসতে বলে। কাজ শেষে আলামিন শারীরিক দুর্বল হওয়ায় তার কাপটি দিতে অনীহা প্রকাশ করায় তার উপর সাহেব আলীসহ তার স্ত্রী চায়না বেগম ও ভাই জিয়া দা, লাঠি লোহার রড নিয়ে অর্তকিত হামলা চালিয়ে তাকে মাথায় কুপিয়ে ও হাতে পিটিয়ে হাড় ভাঙ্গা জখমসহ গুরুত্বর জখম করে এবং তার পকেটে থাকা নগদ টাকা, গলার স্বর্ণের চেইন নিয়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।।

স্থানীয়রা জানান, সাহেব আলী একজন মামলাবাজ লোক। সে নিজেই অন্যের ঝগড়া কিনে এলাকার বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা করে থাকেন। বেশ কয়েক বছর পূর্বে একই এলাকার করিমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে তার বিরুদ্ধে উল্টো মামলা করেন। এই ব্যাপারে এলাকার ভুক্তভোগী মানুষ তার হাত থেকে রেহাই পেতে চান।

শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) এম এম আবু মুসান্না বলেন, এই ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করছি।



আপনার মূল্যবান মতামত দিন: