ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় চার জুয়াড়ি আটক

কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ১৮:৪৬

কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ১৮:৪৬

নেত্রকোনার কলমাকান্দায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর আটকদের আদালতে সোর্পদ করেছে পুলিশ।

এর আগে, সোমবার দিনগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামের জনৈক ওয়াসিম জাম্বিলের পতিত জমি থেকে খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামের মো. মুসলেম উদ্দিনের ছেলে মো. ইমরান মিয়া (২৫), একই উপজেলার সদর ইউনিয়নের সোনার চান্দুয়াইল গ্রামের আ. ছাত্তার মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৪০), একই গ্রামের মো. সামছু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫) ও বিষাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে আটকদের জেলা আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: