
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ব্যাপক তল্লাশি চলছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও আব্দুল্লাহপুরে চৌকি বসিয়ে এই তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা আশুলিয়া সড়কের বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে তাদের দেহ তল্লাশি করা হচ্ছে।
টঙ্গী-কালীগঞ্জ রোড, ঢাকা-ময়মনসিংহ রোডসহ ছোট-বড় সব সড়কের মোড়ে মোড়ে বিশেষ তল্লাশি অভিযান চলছে। গণপরিবহন ছাড়াও রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া সন্দেহজনক পথচারীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা রুটিন কাজ করছি।
আপনার মূল্যবান মতামত দিন: