odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

কুমিল্লা কারাগারের মূল ফটক থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক, ঢাকায় ডিবির হেফাজতে হস্তান্তর

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৫ ০১:০২

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৫ ০১:০২

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কারাগারের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর সাবিনা বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সাবিনা বিথির বিরুদ্ধে অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক পরিচালনা এবং পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তার আর্থিক কার্যক্রম ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়।

র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, সংঘবদ্ধ অপরাধ দমনে এই অভিযান গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: