ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্বর্ণপদক জয়ী প্রতিবন্ধী শিক্ষার্থী পাইয়িমকে নেত্রকোনায় গণসংবর্ধনা

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২১:০২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২১:০২

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক জয়ী প্রতিবন্ধী শিক্ষার্থী পাইয়িম মিয়াকে নেত্রকোনায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  স্পেশাল অলিম্পিকস নেত্রকোনা সাব-চ্যাপ্টার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩-এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক  জয়লাভ করে 'কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের' শিক্ষার্থী মো. পাইয়িম মিয়া। 



আপনার মূল্যবান মতামত দিন: