
শনিবার সকালে দলীয় কর্মসূচি পালন করতে গেলে গাবতলী থেকে আমানউল্লাহ আমান ও ধোলাইখাল মোড় থেকে গয়েশ্বর রায়কে আটক করে পুলিশ। এরপর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে তাদের বিশেষ আপ্যায়ন করা হয়।
তাদের মধ্যে আমানউল্লাহ আমানকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল তাকে খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল, জুস ও একটি ফুলের তোড়া তুলে দেন।
অন্যদিকে গয়েশ্বর রায়কে চিকিৎসা দিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ফল ও সোনারগাঁও হোটেল থেকে খাবার এনে তাকে আপ্যায়ন করেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। এবং পরবর্তীতে ডিবি পুলিশের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতাকে।
এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র। ক্ষমতাসীন আওয়ামিলীগ নেতাদের দাবি প্রধানমন্ত্রী যে ‘মাদার অব হিউমিনিটি’, সেটার পরিচয় তিনি দিয়েছেন।
আটক গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানকে আপ্যায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, তাদের চিকিৎসাসহ যা যা প্রয়োজন সব যেন ঠিকমতো করা হয়। এটাই প্রধানমন্ত্রীর মানবিকতা। তিনি মানবতার নেতা।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এটা সরকারের নাটক বলে দাবি করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন, হাসপাতালে দেখতে যাওয়া ও ডিবি অফিসে খাবার খাওয়ানো সরকারের এক ধরনের সাজানো নাটক।
আপনার মূল্যবান মতামত দিন: